• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যোগ্য দল হিসেবে ইন্টারের বিপক্ষে জিতেছি: ইয়ুর্গেন ক্লপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৬:০০ পিএম
যোগ্য দল হিসেবে ইন্টারের বিপক্ষে জিতেছি: ইয়ুর্গেন ক্লপ
ফাইল ছবি

স্বাগতিক ইন্টার মিলানের একের পর এক আক্রমণের চাপ সামলে লিভারপুল নিজেদের দক্ষতাকে প্রমাণ করেছে। শেষদিকের দুই গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ম্যাচে জয়ের পর অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, যোগ্য দল হিসেবে তারা জিতেছেন। তবে তার শিষ্যদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টারের ঘরের মাঠ সান সিরোয় রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহর গোলে ২-০ তে জয় পেয়েছে লিভারপুল। গোলশূন্য প্রথমার্ধের পর ৭৫তম রবার্তো ফিরমিনো হেডে সফরকারীদের এগিয়ে নেন। আট মিনিট পর মোহাম্মদ সালাহ গোলপোস্টের কাছ থেকে নিশানা ভেদ করেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে জার্মান কোচ ক্লপ বলেছেন, কঠিন লড়াইয়ে জয় তাদের প্রাপ্য ছিল, 'আমরা অসাধারণ একটি ম্যাচ খেলতে না পারলেও যোগ্য দল হিসেবে জিতেছি। কারণ, আমরা দুটি চমৎকার গোল করেছি। হ্যাঁ, এটা ঠিক যে তারাও সুযোগ পেয়েছে। বিশেষ করে, পাল্টা আক্রমণের মাধ্যমে। তবে সেটা তখনই ঘটেছে, যখন আমরা ভুল জায়গায় বল হারিয়েছি।'

সান সিরোতে সিরি'আর বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপট দেখানো সহজ নয় বলে জানিয়েছেন তিনি। ক্লপ বলেন, 'এই ধরনের ম্যাচে আপনাকে লম্বা সময় জুড়ে বল রাখতে হবে নিজেদের পায়ে। কিন্তু সেটা আমরা যথেষ্ট পরিমাণে করতে পারিনি। কিন্তু এখানে এসে আপনি আগে থেকে আশা করতে পারেন না যে ম্যাচটা অসাধারণ কাটবে।'

ক্লপের মতে, ইন্টারের কৌশল বদলানোর সঙ্গে মানিয়ে নিতে বেশ ঘাম ঝরেছে তার শিষ্যদের, 'ম্যাচটায় শারীরিক শক্তির প্রদর্শন দেখা গেছে এবং সেটা সামলাতে আমাদের একটা রাস্তা খুঁজে বের করতে হতো। আমি মনে করি, আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম এবং তাদের ফরমেশন বুঝে নিয়ে খেলার চেষ্টা করেছি। এরপর তারা কৌশল পাল্টে ফেলে উইং-ব্যাকদের ব্যবহার করে আক্রমণে উঠতে থাকে। আমরা সেটার জবাব সব সময় ভালোমতো দিতে পারিনি।'

আগামী ৯ মার্চ ফিরতি লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামবে দুই দল। প্রতিপক্ষের মাঠে জেতায় ক্লপবাহিনী আসরের শেষ আটে ওঠার পথে এগিয়ে গেছে অনেকখানি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!